ভ্রু প্লাক করায় ভিডিও কলে স্ত্রীকে তালাক, মামলা
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ স্বামীর আপত্তি থাকা স্বত্ত্বেও ভ্রু-প্লাক করায় স্ত্রীকে তালাক দেয়ার ঘটনা ঘটেছে। তবে তালাকটি সরাসরি নয়, ভিডিও কলে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের কানপুরে গত ৪ অক্টোবর।
মোহাম্মদ সেলিম ও গুলসাবার বিয়ে হয় ২০২২ সালের জানুয়ারিতে। বিয়ের তিনমাস পরেই বিদেশে পাড়ি জমান মোহাম্মদ সেলিম। এরপর থেকে নিয়মিত তাদের ভিডিও কলে কথা হতো।
বিবাহ বিচ্ছেদের পর গুলসাবা তার স্বামী সেলিম ও শাশুড়ির বিরুদ্ধে মুসলিম বিবাহ আইনে মামলা করেন। ২০১৯ সালে ভারতে তিন তালাককে অবৈধ ঘোষণা করা হয়েছিল।
গুলসাবা অভিযোগ করেন, সেলিম তার সাজগোজ পছন্দ করতেন না। তাছাড়া শ্বশুরবাড়ির লোকজন তাকে যৌতুকের জন্য চাপ দেয়। এমতাবস্থায় গুলসাবা কিছুদিন শ্বশুর বাড়িতে থেকে সম্প্রতি বাবা-মায়ের বাড়িতে চলে যান।
সম্প্রতি সেলিমের সঙ্গে ভিডিও কলে কথা হয় গুলসাবার। এ সময় স্ত্রীকে ভ্রু-প্লাক করতে দেখে রেগে যান সেলিম। এক পর্যায়ে তিনি গুলসাবাকে তালাক দেন।