পরীকে নেয়ার কথা শুনে সিনেমা থেকে দাঁড়ালেন মাহি
নিউজডোর বিনোদন ডেস্ক ♦ বেশ কয়েক মাস ধরেই আড়ালে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। তবে “ডার্ক ওয়ার্ল্ড” সিনেমার শুটিংয়ের মধ্য দিয়ে পর্দায় ফেরার কথা ছিল তার। কিন্তু তা আর হলো কোথায়! সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন মাহি। সিনেমা করবেন বলে অগ্রিম নেয়া পারিশ্রমিকও ফেরত দিয়েছেন বলে জানা যায়।
মাহি এর আগে ছবিটি না করার ব্যক্তিগত কারণ জানিয়েছিলেন। কিন্তু এখন জানা গেছে, পারিশ্রমিকের ৯ লাখ টাকা ফেরত দিয়েছেন এই অভিনেত্রী।
কারণ হিসেবে সিনেমাটির নায়ক ও প্রযোজক মুন্না খান বলেন, তিনি পরীমনিকে নায়িকা হিসেবে চেয়েছিলেন। আর পরী মণিকে না দেওয়ায় মাহিকে নেওয়া হয়েছে।
সবশেষে মাহিয়া মাহি বলেন, 'সিনেমা শুরু করার পর জানতে পারি পছন্দের নায়িকা না পেয়ে আমাকে নেওয়া হয়েছে। তবে এটা দোষের কিছু নয়। কিন্তু প্রযোজকের অভিব্যক্তি আমার পছন্দ হয়নি। প্রযোজক আমাকে নাবালক নায়িকা মনে করতেন। এতে আমি বিরক্ত। আমাকে অপমান করা হয়েছে।
পরীমণি সম্পর্কে মাহি বলেন, তাঁর সাথে আমার ব্যক্তিগত কোনও দ্বন্দ্ব নেই। আমাদের সম্পর্ক ভালো