রিসিপশন না করে এতিম খানায় তিনদিন খাওয়াবেন হাবু ভাই
একবেলা খেতে রাজি নই, ভালো করে খাওয়াব
নিউজডোর বিনোদন ডেস্ক ♦ রিসিপশন না করে সেই টাকা দিয়ে এতিমখানায় এতিমদের তিনদিন খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যাচলের পয়েন্টের পরিচিত ও জনপ্রিয় মুখ চাষী আলম ওরফে হাবু ভাই।
স্ত্রীর সম্মতিতে এ সিদ্ধান্ত নেন কৃষক আলম। মঙ্গলবার রাতে দেশের এক জনপ্রিয় গণমাধ্যম তিনি বলেন, "আমার অনেক শুভাকাঙ্খী আছে। অনেক বন্ধু-বান্ধবও আছে স্ত্রী তুলতুলের পরিবারের লোকজনও আছে। বড় কোনো অনুষ্ঠানে গেলে ইচ্ছাকৃত বা অসচেতনভাবে অনেকেই বাদ পড়ে যেতে পারেন। সেজন্য আমার রিসেপশনে খরচ করা টাকা আমি এতিমখানায় দিয়ে দেব। আমার বন্ধুরা এখানে মন খারাপ করলে কিছু করার নেই।
তিনি বলেন, "আমি একবেলা খেতে রাজি নই। ভালো করে খাওয়াব। এতিমখানায় তিন দিনের খরচ দেব। এতিমখানায় এমন চার-পাঁচটি শিশুকে খাওয়াব। এর বাইরে আমি কিনব। সেখানে কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস- যাতে তারা দীর্ঘদিন ব্যবহার করতে পারে।'