বাংলা শিখে টাইগারদের বোকা বানিয়েছিলেন ধোনি
নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ ‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’ মুভিটি কমবেশি অনেকেই দেখেছেন। সেখান থেকে অনেক ক্রিকেটভক্ত জানতে পারেন ভারতীয় সাবেক ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি রেলওয়েতে চাকরি করতেন। তার পোস্টিং পশ্চিবঙ্গের মেদিনীপুর জেলার খড়গপুরে থাকার সময় তিনি শিখেছিলেন বাংলা ভাষা।
আর সেটা বাংলাদেশের ক্রিকেটাররা জানতেন না । ধোনি সেটাই কাজে লাগিয়েছিলেন, বাংলাদেশের সাথে কোনও এক ম্যাচে।
ধোনি বলেন, আমি ব্যাটিং করছিলাম। আমি বাংলা বুঝি, ওরা (বাংলাদেশি খেলোয়াড়) জানত না।
উইকেটরক্ষক একদিক থেকে চিৎকার করে ফাস্ট বোলারকে কিছু বলছিলেন। আমি বুঝতে পারি ম্যাচের পর তারা নিজেদের মধ্যে কথা বলছিল। তখন আমার প্রতিক্রিয়া দেখে ওদের অবস্থা- আরে ও তো বাংলা বুঝতে পারে।'