নির্বাচনে ফল পাল্টানোর অভিযোগে সাবেক রাষ্ট্রপতির ‍বিরুদ্ধে মামলা

নির্বাচনে ফল পাল্টানোর অভিযোগে সাবেক রাষ্ট্রপতির ‍বিরুদ্ধে মামলা

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ চলতি বছরে এই নিয়ে চারবার ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন যুক্তরাষ্ট্রের সাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা করার অভিযোগে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সময় গত রাতে (সোমবার) জর্জিয়ার ফুলটন কাউন্টির গ্র্যান্ড জুরি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনেন।

ফুলটন কাউন্টি জেলা অ্যাটর্নি ফ্যানি উইলিসের আনা অভিযোগ ট্রাম্পের জন্য নতুন আইনি জটিলতা তৈরি করেছে।

উইলিসের অফিস থেকে জারি করা অভিযোগে বলা হয়েছে, "ট্রাম্প এবং এই মামলার অন্য আসামিরা ট্রাম্প হেরেছেন তা মেনে নিতে অস্বীকার করেছেন।" তারা জেনেশুনে এবং ইচ্ছাকৃতভাবে ট্রাম্পের পক্ষে নির্বাচনের ফলাফল অবৈধভাবে পরিবর্তন করার ষড়যন্ত্রে যোগ দিয়েছে।'

সূত্র: আল জাজিরা