রংপুরে ডেঙ্গু’র সংক্রমণ প্রতিরোধে সিটি কর্পোরেশনের চিরুনী অভিযান

গত এক সপ্তাহে রংপুর নগরীতে স্থানীয়ভাবে ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত

রংপুরে ডেঙ্গু’র সংক্রমণ প্রতিরোধে সিটি কর্পোরেশনের চিরুনী অভিযান
দুপুরে নগরীর মেডিকেল মোড় এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা

স্টাফ রিপোর্টার ♦ গত এক সপ্তাহে রংপুর নগরীতে স্থানীয়ভাবে ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের কেউই ঢাকায় যাওয়া-আসা করেনি। স্থানীয় ভাবে আক্রান্তের খবরে কপালে ভাঁজ পড়েছে সিটি কর্পোরেশনের। ডেঙ্গুর প্রার্দূভাব বাড়ার পরিস্থিতি আঁচ করে নড়েচড়ে বসেছে নগর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে শুরু করা হয়েছে চিরুনী অভিযান। নগরীর ঝোপ-ঝাড়, জঙ্গল পরিস্কার, মশক নিধন ও এডিস মশার লার্ভা সনাক্তের কার্যক্রম থাকছে এ অভিযানে। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন। বুধবার দুপুরে নগরীর মেডিকেল মোড় এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, সচিব উম্মে ফাতিমা, প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান ইবনে তাজ, কাউন্সিলর মাহমুদার রহমান টিটু, আমিনুর রহমান, বজ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান মিজানুর রহমান মিজুসহ অন্যরা। করোনা মহামারির মতো ডেঙ্গু পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য সবাইকে সচেতনতার সঙ্গে পরিস্কার-পরিচ্ছন্নতায় গুরুত্ব বাড়ানোর আহ্বান জানিয়ে মেয়র মোস্তাফিজার রহমান বলেন, নগরীতে মশক নিধনে স্প্রে করণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। আমরা ডেঙ্গুর প্রাদুর্ভাগ ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। নগরবাসীকে সচেতন হতে হবে। পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। তিনি আরও বলেন, মশার উৎপত্তিস্থল ড্রেন, নালা, জলাশয় ও ক্যানেলে এডাল্টিসাইড ও লার্ভিসাইড স্প্রে করা হচ্ছে। এখন ক্রাশ পোগ্রাম হিসেবে এটি শুরু হয়েছে। কিন্তু এরআগেও আমরা এধরণের কার্যক্রম করেছি। রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত নগরীর ময়লা-আবর্জনা পরিস্কার ও অপসারণ করা হচ্ছে। ইতোমধ্যে নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে এডিস মশার লার্ভা ধ্বংস করা হয়েছে।