রংপুর মেট্রো পুলিশের রক্তদান ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ
পথ শিশুদের পাশে থাকার প্রত্য পুলিশ কমিশনারের
স্টাফ রিপোর্টার ♦ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসকে ঘিরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে রক্তদান কর্মসূচি ও পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে রক্তদান করে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।
পরে রংপুর রেলওয়ে স্টেশনে পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দিক, উপ পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মেনহাজুল আলম, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, বাংলার চোখের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবী তানবীর হোসেন আশরাফীসহ অন্যান্যরা। প্রধান অতিথি’র বক্তব্যে আরপিএমপি কমিশনার মো. মরিজ্জামান বলেন, আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার নিয়ে জানান দিতে চাই যে, তারা একা নয়! তাদের পাশে আমরা আছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এই শিশুরাই ভবিষ্যতে মূখ্য ভূমিকা পালন করবে। তাই আমরা চাই এই পথ শিশুরা যেন ভুল পথে না যায়। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরি করতে হবে। এই সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আমাদের এ কার্যক্রম এখানেই শেষ হবে না, তাদের পাশে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ সবসময় পাশে থাকবে বলে আমি বিশ্বাস করি।