কুড়িগ্রামে বাংলাদেশ প্রতিদিনের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি ♦ সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দুইযুগে প্রবেশ উপলক্ষে র্যালি ও কেককাটার মধ্য দিয়ে দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে কেক কেটে ও কুড়িগ্রাম প্রতিনিধি খন্দকার একরামুল হক সম্রাটকে কেক খাইয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন সমাজসেবায় অবদান রাখায় দেশে জাতীয়ভাবে একুশে পদকপ্রাপ্ত ও উত্তরবঙ্গ যাদুঘরের প্রতিষ্ঠাতা এডভোকেট এসএম আব্রাহাম লিংকন।
এসময় প্রেসক্লাব সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুুপার (সদর সার্কেল) উৎপল কুমার রায়,সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো:জিয়াউর রহমান,কুড়িগ্রাম প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রাজু মোস্তাফিজ,সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো: সাইদ হাসান লোবান,সিনিয়র সাংবাদিক সফি খান,সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার,সদর থানার ওসি তদন্ত গোলাম মত্তুর্জা,ুসাংবাদিক মিজানুর রহমান মিন্টু,গোলাম মাসুদ,তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা,রেজাউল করিম রেজা,ফজলে ইলাহী স্বপন,শাহীন আহমেদ,নাজমুল হোসেন,গোলাম মওলা সিরাজ প্রমুখ। এর আগে আগত অতিথিগণ ও উপস্থিত পাঠক শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে একটি বর্ণার্ঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে।
পরে আলোচনা সভায় একুশে পদকপ্রাপ্ত এসএম আব্রাহাম লিংকন বলেন,বাংলাদেশ প্রতিদিন একযুগ ধরে তাদের সাফল্য ধরে রেখে এবার দুইযুগে প্রবেশ করেছে।এজন্য পত্রিকার মালিক বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।সেই সাথে পত্রিকাটির আরো উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।