রংপুরে ৪ দফা দাবি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন
স্টাফ রিপোর্টার ♦ শেখ হাসিনার বিচার, সংখ্যালঘুদের ওপর হামলার প্রপাগান্ডা প্রতিরোধ, ফ্যাসিবাদী ব্যবস্থার অপসারণ, প্রশাসন ও বিচার বিভাগের সমতা নিশ্চিতের দাবিতে রংপুরে সপ্তাহব্যাপী মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি তানজিম আলম তাসিন, ইয়াসির আরাফাত, রাইসুল ফারুকসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশ দেখেছে শেখ হাসিনা কিভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। আমাদের আন্দোলন ভেস্তে দিতে ওই ফ্যাসিস্ট কিভাবে আমাদেরকে মেরেছে। আমরা হারিয়েছি আবু সাঈদ, মীর মুগ্ধসহ অনেক ভাই-বোনকে।
বক্তারা বলেন, এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নাই। এদেশ আমাদের সবার। আন্দোলনে যখন কোনো মুসলিম শিক্ষার্থী গুলি খেয়েছিল, তখন রিক্সায় করে নিয়ে যাওয়া হয়েছিল, আর সেই রিক্সা চালক একজন হিন্দু ছিলেন। একজন হিন্দু আন্দোলনকারী যখন আঘাত পেয়েছিল তখন এক মুসলিম ভাই তাকে কোলে করে নিয়ে গেছে। আমাদের দেশ সম্প্রীতির দেশ, এদেশে কোনো সাম্প্রদায়িকতা নেই। কিন্তু ভারতীয় গণমাধ্যম যা বলছে তা একদম নিকৃষ্ট কাজ করছে। যারা মসজিদ ভেঙ্গে মন্দির বানায়, তাদের মুখে অসাম্প্রদায়িকতার বুলি মানায় না। ধর্ম ধর্ম যার যার দেশ সবার। মানববন্ধনে শিক্ষার্থীরা ফ্যাসিবাদী ব্যবস্থার অপসারণ এবং প্রশাসন ও বিচার বিভাগের সমতা নিশ্চিতের দাবি জানান।