বজ্রসহ শিলা বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
উত্তরের রংপুর ও রাজশাহী বিভাগ নিয়েও শংঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস

নিউজডোর ডেস্ক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘন্টার মধ্যে সারাদেশে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস জানিয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার আবহাওয়া অধিদফতরের দেওয়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া বার্তায় আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এ ছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অধিকাংশ স্থান থেকে প্রশমিত হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।