টাইগারদের ঘুর্নিতে ১৫৬’তে থামল আফগানদের ইনিংস

টাইগারদের ঘুর্নিতে ১৫৬’তে থামল আফগানদের ইনিংস

নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ আফগানিস্তানের বিপক্ষে শুরু টাইগারদের বিশ্বকাপ মিশন। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সুবিধা করতে পারছিল না পেসাররা। তবে সাকিবের আঘাতে পাওয়ার প্লে‘তে উইকেট পায় বাংলাদেশ।

এরপর থেকেই সাকিবের বুঝতে বাকি ছিল না যে স্পিনারদের পক্ষে এই পিচ। মিরাজ-সাকিবের ঘুর্নিতে একের পর এক আঘাতে ১৫৬ তেই থামতে হলো আফগানদের।

টস জিতে আগে সাকিব বলেন, 'এটা রান তাড়া করার উপযুক্ত মাঠ। শুরুতে পেসারদেরও ভালো সুবিধা পাওয়া উচিত' ওপেনিংয়ে থাকছেন লিটন তানজিদ। একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ। একাদশের বাইরে রয়েছেন নাসুম আহমেদ, মেহেদি হাসান, হাসান মাহমুদ তানজিম হাসান।

লক্ষ্য বিশ্বকাপ জয় হলেও এই টুর্নামেন্টে টাইগারদের মূল লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।