বাংলাদেশসহ ৬ দেশ কাতারের ‘হাই-রিস্ক’ তালিকায়

বাংলাদেশসহ ৬ দেশ কাতারের ‘হাই-রিস্ক’ তালিকায়
ছবি: সংগৃহীত (DW)

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ কাতারের হাই রিস্ক ( উচ্চ ঝুঁকির) তালিকায় রয়েছে বাংলাদেশসহ ৬ দেশ। অন্যদেশ গুলো হলো- ভারত, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন এবং শ্রীলঙ্কা। এসব দেশ থেকে কাতারে গেলে অবশ্যই সর্বনিম্ন ১০ দিন সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।

কোয়ারেন্টিনের জন্য দেশটির সরকার একগুচ্ছ হোটেল নির্মাণ করে দিয়েছেন। এ সংক্রান্ত আরো নির্দেশনা জারি করা হয়েছে কাতারভিত্তিক একটি ওয়েবসাইটে।

এতে বলা হয়েছে, এসব দেশের কোনো যাত্রীবা এসব দেশ হয়ে যাওয়া ফ্লাইটের সব যাত্রীকে অবশ্যই কোয়ারেন্টিনে থাকতে হবে। যাত্রার ৪৮ ঘন্টা আগে করোনা পরীক্ষার পিসিআর রিপোর্ট নেগেটিভ নিতে হবে সঙ্গে। ইচ্ছে হলেই তারা যেকোনও হোটেলে কোয়ারেন্টিনে থাকতে পারবেন না।