বিশ্বকাপ মাঠে গড়ানোর দিনে আবারও বাংলাদেশের জন্য দুঃসংবাদ

নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়ালো এবারের বিশ্বকাপের আসর। আসরের উদ্বোধনী ম্যাচে দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। র্যাংকিংয়ে আরও একধাপ পেছালো টাইগাররা।
আইসিসি’র নতুন র্যাংকিং তালিকায় ৭ নম্বর থেকে ৮ নম্বরে জায়গা হয়েছে সাকিব-মিরাজদের। অন্যদিকে বাংলাদেশকে টপকে সাতে এখন শ্রীলঙ্কার অবস্থান।
বিশ্বকাপ চলাকালীন প্রতি সপ্তাহে র্যাঙ্কিং পরিবর্তন হবে। এই সপ্তাহে আইসিসির নতুন আপডেটে শ্রীলঙ্কা সাত নম্বরে উঠলেও তাদের আধিপত্য বেশিদিন স্থায়ী নাও হতে পারে। কারণ তারা বাংলাদেশের চেয়ে দশমিক পয়েন্টে এগিয়ে আছে।
তবে বাংরাদেশ ক্রিকেট ভক্তরা মনে করছেন, বাংলাদেশ খুব দ্রুত আবারও র্যাংকিংয়ে সাত কিংবা আরও ওপরের দিকে আসবে।