বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক গভীর: পুতিন

বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক গভীর: পুতিন

নিউজডোর ডেস্ক ♦ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক গভীর। আগামী দিনে সম্পর্কের উন্নতি হবে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে তিসি এসব কথা বলেন।

বাংলাদেশের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে রুশ প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অনেক পুরনো। সমতা এবং সম্মান এই সম্পর্কের ভিত্তি।

তিনি আরও বলেন,  রূপপুরের এই যৌথ প্রকল্পের সফল বাস্তবায়নে রাশিয়া সবসময় পাশে থাকবে এবং ২০২৪ সালে প্ল্যান্টের প্রথম ইউনিট এবং ২০২৬ সালে ২য় ইউনিট উৎপাদনে সহযোগিতা করবে।

রূপপুরের বিদ্যুৎ হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব উল্লেখ করে পুতিন বলেন, রূপপুরে রোসাটম ধরনের প্রযুক্তি ব্যবহার করেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পুরো জীবদ্দশায় বাংলাদেশকে সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দেবে রাশিয়া।