দৈনিক করতোয়া পত্রিকা পাঠকের হৃদয় জয় করেছে: রসিক মেয়র

দৈনিক করতোয়া পত্রিকা পাঠকের হৃদয় জয় করেছে: রসিক মেয়র

স্টাফ রিপোর্টার ♦ রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, দৈনিক করতোয়া পত্রিকা পাঠকের হৃদয় জয় করেছে। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে করতোয়া পত্রিকার সুনাম রয়েছে। পত্রিকার সম্পাদকসহ সাংবাদিকদের দায়িত্বশীলতায় পত্রিকাটি ৪৬ বছরে পাঠকের বিশ^াস অর্জন করেছে। অনেক পত্রিকা সুনাম ধরে রাখতে না পারলেও দৈনিক করতোয়া পাঠকের হৃদয়ের আস্থা এখনও ধরে রেখেছে। দেশের উন্নয়নে উত্তরাঞ্চলের জনমানুষের মুখপাত্র করতোয়া পত্রিকার অবদান অনস্বীকার্য। তিনি গতকাল বুধবার সকালে নগরীর সিটি প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক করতোয়ার ৪৬ বর্ষ পদার্পণে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দৈনিক করতোয়ার রংপুর জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ মেহেদুল করিম পিপিএম, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, রসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, এলপিজি অটোগ্যাস ষ্টেশন ওনার্স এসোসিয়েশন রংপুর জোন কমিটির মহাসচিব মোহাম্মদ সানোয়ার হোসেন রাবি, দৈনিক করতোয়ার রংপুর প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্প্,ি বিশিষ্ট ছড়াকার এস এম খলিল বাবু, বাংলাভিশন রংপুর অফিস প্রধান জুয়েল আহমেদ, ফটো সাংবাদিক আলী হায়দার রনি, শিক্ষক আশিক ইকবাল, হুমায়ুন কবীর তুহিন, রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন, সমাজকর্মী লিটন পারভেজ মান্না, আরিফুল হাসান ডিউ, সাংবাদিক মোস্তাফিজার রহমান বাবলু, নূর মোহাম্মদ, এস এম শহিদুল ইসলাম, তারিকুল ইসলাম তারেক, আকতারুল জামান আকতার, জালাল আহমেদ, আফরিন বেগম প্রমুখ। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ মেহেদুল করিম পিপিএম বক্তব্যে দৈনিক করতোয়ার ভূয়সী প্রশংসা করেন ও পত্রিকার আগামীর পথচলায় সার্বিক সহযোগিতার আশ^াস দেন। পরে সকল অতিথিদের সাথে নিয়ে কেক কাটা হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।