রমেকে নতুন শনাক্ত এক, দ্বিতীয় দিনে ৫ হাজার ৫০৩ জনকে টিকা প্রদান

রমেকে নতুন শনাক্ত এক, দ্বিতীয় দিনে ৫ হাজার ৫০৩ জনকে টিকা প্রদান

এহসানুল হক সুমন ♦ করোনার টিকা প্রদান কার্যক্রমের দ্বিতীয় দিনে রংপুর বিভাগে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন। সোমবার সকাল থেকে রংপুর বিভাগের ৫৮টি উপজেলা করোনার টিকা প্রদান করা হয়।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ আহাদ আলী জানান, সোমবার রংপুরে ১ হাজার ৩৪৭ জন, পঞ্চগড়ে ৭৪৩ জন, নীলফামারীতে ৫৩০ জন, লালমনিরহাটে ৩২৯ জন, কুড়িগ্রামে ৫০২ জন, ঠাকুরগাঁওয়ে ৬৪৯ জন, দিনাজপুরে ১ হাজার ১২৯ জন ও গাইবান্ধায় ২৭৪জনকে করোনার টিকা প্রদান করা হয়েছে। রংপুর বিভাগে দ্বিতীয় দিনে ৫ হাজার ৫০৩ জনকে টিকাগ্রহণকারীদের মধ্যে ৪ হাজার ৩০৮ জন পুরুষ ও ১ হাজার ১৯৫ জন নারী রয়েছেন। 

ওদিকে রংপুর মেডিকেল কলেজে ৭৫ জনের নমুনা পরীক্ষায় সোমবার একজন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তি পূর্বগেটের বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুুরুন্নবী লাইজু।

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, হাজার ১৯ জন। সুস্থ্য হয়েছেন, ৩ হাজার ৬৪২ জন ও মারা গেছেন ৭১ জন।