নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার বাহিরে রংপুর নগরীর ৮৫ ভাগ মানুষ

নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার বাহিরে রংপুর নগরীর ৮৫ ভাগ মানুষ

স্টাফ রিপোর্টার ♦ রংপুর নগরীতে বসবাসকারী ১০ লাখ মানুষের মধ্যে মাত্র ১৫ ভাগ মানুষ নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার মধ্যে রয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দল। বাকী ৮৫ ভাগ অনিরাপদ পয়ঃবর্জ্য সিটি কর্পোরেশনের ড্রেন, শ্যামাসুন্দরী খাল, কেডি ক্যানেল এবং সড়ক, নালা, জলাশয়ে সংযোগের মাধ্যমে পরিবেশ বিনষ্ট করছে। যা সুষম উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তরায় বলে জানান তারা।

বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন মিলনায়তনে রংপুর নগরীর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার উন্নত পরিসেবা সুবিধা সৃষ্টির লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে সভায় এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।