রমেকে নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ৫০ জন

রমেকে নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ৫০ জন

এহসানুল হক সুমন ♦  রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৫০ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ৪০ জন, গাইবান্ধায় ৬ জন, কুড়িগ্রামে ৩ জন ও নীলফামারীর ১ জন রয়েছে। 

রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন নতুন শনাক্তরা হলেন, রংপুর সদরের এক পুরুষ (৫০), নগরীর লালকুঠির এক পুরুষ (৫০), মিঠাপুকুরের এক পুরুষ (৩৫), আরটিআই কর্নারে চিকিৎসাধীন পিন্নুহোস্টেলের এক চিকিৎসক (২৫), রংপুর সদরের এক যুবক (২৫), কেল্লাবন্দের এক পুরুষ (৫০), রংপুর সদরের এক নারী (২৮), এক বৃদ্ধা (৬৫),অপর  বৃদ্ধা (৬০) ও এক পুরুষ (৪৩)। 

রংপুর জেলায় নতুন শনাক্তরা হলেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের এক যুবক (২২), অপর যুবক (২১), এক নারী (২২), রংপুর ডেন্টাল কলেজের এক যুবক (২৩), এক নারী (২২), রংপুর মেডিকেল কলেজের এক পুরুষ (৩০), নগরীর কটকিপাড়ার এক যুবক (২০), এক নারী (২১), অপর নারী (৫৪),কলেজ রোডের এক পুরুষ (৪৩), এক নারী (৪০), এক শিশু (১২), কেরানীপাড়ার এক পুরুষ (৫২), সেনপাড়ার এক চিকিৎসক (৩২), কামারপাড়ার এক নারী (৪০), লালকুঠির এক বৃদ্ধ (৬২), এক নারী (৪৮), অপর নারী (১৯), ক্যান্টরোডের এক কিশোর (১৬),  এক শিশু (১৩), ধাপজেল রোডের এক যুবক (২০), পরশুরাম থানা এলাকার এক শিশু (৫), আলমনগরের এক যুবক (২১), মিঠাপুকুর পায়রাবন্দের এক যুবক (২৩), দূর্গাপুরের এক যুবক (২২), এক পুরুষ (৩৮), পীরগঞ্জের এক পুরুষ (৪০), পীরগাছা অনন্তরামপুরের এক নারী (১৮), এক বৃদ্ধ (৪০) ও বদরগঞ্জের এক পুরুষ (৪৩)।

গাইবান্ধা জেলায় নতুন শনাক্তরা হলেন, গাইবান্ধা সুন্দরগঞ্জের এক পুরুষ (৩৫), ফুলছড়ি ভরতখালির এক যুবক (২৯), পলাশবাড়ি ডিকাদাড়ির এক বৃদ্ধ (৭০), গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী (৪৫), এক পুরুষ (৩৩) ও অপর পুরুষ (৩১)। 

কুড়িগ্রাম জেলায় নতুন শনাক্তরা হলেন, কুড়িগ্রাম সদরের এক পুরুষ (৩৫), পৌরসভার এক পুরুষ (৩০), এক নারী (৩০) এবং নীলফামারী জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন সদরের বাবুপাড়ার এক নারী (৩৫)।

বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৫৫ জন। সুস্থ্য হয়েছেন, ৪ হাজার ১১৪ জন ও মারা গেছেন ৭৭ জন।