টিকা গ্রহণকারীদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে: আইইডিসিআর

টিকা গ্রহণকারীদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে: আইইডিসিআর

নিউজডোর ডেস্ক ♦ আইইডিসিআর জানিয়েছে, দেশে করোনা ভাইরাসের টিকা গ্রহণকারীদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে; করোনা আক্রান্ত ব্যক্তিদের শরীরে এই অ্যান্টিবডি যেমন তৈরি হয়েছে, তেমনি হয়েছে ওই ব্যাক্তিদের যারা আক্রান্ত হননি।

বুধবার (১৩মে)জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর-এর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইইডিসিআর বলছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার তৈরি কোভিশিল্ড টিকা পগ্রহণকারীদের টিকা নেওয়ার এক মাসের মধ্যে ৯২ শতাংশ এবং দুই মাসের মধ্যে ৯৭ শতাংশ ব্যাক্তির শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন এমন টিকা গ্রহণকারী ব্যাক্তির শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে চার গুন।

দেশে গত ২৭ মার্চ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকাদান কর্মসূচির ইদ্বোধন করেন তিনি।