রমেকে নমুনা পরীক্ষায় আরও ১৪ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায় আরও ১৪ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে (রমেক) নমুনা পরীক্ষায় নতুন করে ১৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ৭ জন, কুড়িগ্রামের ৪ জন, নীলফামারীর ২ জন ও লালমনিরহাটের ১ জন।  

নতুন আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারে এক চিকিৎসক (৪০), রংপুর সদরের এক বৃদ্ধ (৭৩), নীলফামারী ডোমারের এক নারী (৩০), কিশোরগঞ্জের এক নারী (৪৫), কুড়িগ্রাম সদরের এক বৃদ্ধ (৭৭), লালমনিরহাট হাতিবান্ধার এক পুরুষ (৫০), বদরগঞ্জের এক পুরুষ (৪৫), রংপুর নগরীর পূর্ব খাসবাগের এক পুরুষ (৪২), লালকুঠির এক পুরুষ (৫৮), এক নারী (৫৩), ডক্টরস্ কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের এক পুরুষ (৫২), কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৩৫), এক নারী (২৭) ও কুড়িগ্রাম সদরের এক বৃদ্ধ (৭০)। 

বৃহস্পতিবার ১৪৯ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয় বলে নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৯৬০ জন। সুস্থ্য হয়েছেন, ৩ হাজার ৫৪৩ জন ও মারা গেছেন, ৭০ জন।