দেশে করোনার চেয়েও বেশি মৃত্যু যে রোগে

দেশে এ পর্যন্ত করোনায় যতজন মানুষের মৃত্যু হয়েছে তার চেয়ে অনেক বেশি।

দেশে করোনার চেয়েও বেশি মৃত্যু যে রোগে
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ দেশে প্রতি বছর হেপাটাইসিস রোগে ২০ হাজারেরও বেশি মানুরেষর মৃত্যু হয়ে থাকে। আর এখন দেশে প্রায় ১ কোটি মানুষের শরীরে হেপাটাইসিস ‘বি’ বা ‘সি’ রোগ রয়েছে।

বুধবার (২৮ জুলাই) বিশ্ব হেপাটাইসিস দিবস উপলক্ষে এসব তথ্য তুলে ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরামর্শক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশাল হেপাটোলজিডিভিশনের অধ্যাপক ডা. মামুন আল মাহতাব সপ্নীল।  

ডা. মামুন আল মাহতাব সপ্নীল জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর এই হেপাটাইসিস ‘বি’ ও ‘সি’ ভাইরাসজনিত লিভার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে প্রায় ২০ হাজার মানুষ। আর এ সংখ্যা দেশে এ পর্যন্ত করোনায় যতজন মানুষের মৃত্যু হয়েছে তার চেয়ে অনেক বেশি।