দিনাজপুর রোটারী ক্লাবের চক্ষু ক্যাম্প

দিনাজপুর রোটারী ক্লাবের  চক্ষু ক্যাম্প
১শত দুঃস্থ্য রোগীদের আই টু আই এ্যান এ্যাওয়ারনেস প্রোগ্রাম ও চক্ষু ক্যাম্প পরিচালনা করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ রোটারিয়ান পিপি ডাঃ মোঃ শহিদুল ইসলাম খান।

 

মোঃ আরমান হোসেন রোটারী বিজয়োৎসব-২০২০ উপলক্ষে জেলা গভর্নর রোটারিয়ান রুবায়েত হোসেনের সার্বিক পরিকল্পনায় আর আই ডিষ্ট্রিক্ট-৩২৮১ এর আওতায় আই টু আই এ্যান এ্যাওয়ারনেস প্রোগ্রাম চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে

১৬ ডিসেম্বর বুধবার দিনাজপুর রোটারী ক্লাবের আয়োজনে শহরের নিমতলা খালপাড়াস্থ রোটারী সেন্টারে উপলক্ষে বিজয় দিবস মুক্তিযুদ্ধ বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এম মাকসুদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ডাঃ আইএফএম মোঃ শহিদুল ইসলাম খান, লেফটেন্যান্ট গভর্ণর রোটারিয়ান .কে.এম আব্দুস সালাম তুহিন, এ্যাসিস্টেন্ট গভর্ণর সৈয়দ মোঃ আব্দুস সাত্তার, ক্লাব সেক্রেটারী মোঃ মনির হোসেন, জয়েন সেক্রেটারী অধ্যক্ষ সাইদ আলী, রোটারিয়ান পিপি মোঃ আরিফুর রহমান আরিফ, পিপি রনজিৎ কুমার সিংহ, রোটারিয়ান মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জুর প্রমুখ

আলোচনা সভা শেষে ১শত দুঃস্থ্য রোগীদের আই টু আই এ্যান এ্যাওয়ারনেস প্রোগ্রাম চক্ষু ক্যাম্প পরিচালনা করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ রোটারিয়ান পিপি ডাঃ মোঃ শহিদুল ইসলাম খান দ্বিতীয় পর্বে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এম মাকসুদুল আলম ক্লাবের পক্ষ থেকে জন গৃহহীনকে বাড়ীর চাবী হস্তান্তর করেন