রমেকে নমুনা পরীক্ষা আরও ৪১ জন শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষা আরও ৪১ জন শনাক্ত

এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে (রমেক) নমুনা পরীক্ষা নতুন করে ৪১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১৮ জন, কুড়িগ্রামের ৮ জন, লালমনিরহাটের ৭ জন, গাইবান্ধার ৪ জন, নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের একজন করে রয়েছে। শনাক্তের হার শতকরা ২১ দশমিক ৮০ শতাংশ। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন শনাক্তরা হলেন, মেডিকেল ক্যাম্পাসের এক চিকিৎসক (৩১), আরটিআই কর্নারের এক নারী (৫০), এক বৃদ্ধা (৭০), খটখটিয়ার এক বৃদ্ধ (৯৪), গোমস্তপাড়ার এক পুরুষ (৩০), কামাল কাছনার এক যুবক (২৫), বদরগঞ্জের এক পুরুষ, নীলফামারী কিশোরগঞ্জের এক পুরুষ (৩১), লালমনিরহাট সদরের এক পুরুষ (৫০), হাতিবান্ধার এক বৃদ্ধ (৬০), এক কিশোরী (১৫), পঞ্চগড়ের এক শিশু (৮), গাইবান্ধা সুন্দরগঞ্জের এক পুরুষ (৫০), ঠাকুরগাঁওয়ের এক বৃদ্ধ (৬৫), দিনাজপুর পাবর্তীপুরের এক বৃদ্ধ (৬৫), কুড়িগ্রাম নাগেশ্বরীর এক বৃদ্ধা (৬২)। 

রংপুর জেলায় নতুন শনাক্তরা হলেন, নগরীর মাস্টারপাড়ার এক পুরুষ (৪৪), নিউ আদর্শপাড়ার এক নারী (২৭), সাতগাড়ার এক নারী (২৩), তামপাটের এক বৃদ্ধ (৬৮), হারাটির এক বৃদ্ধ (৬০), এক নারী, তালুকদার হাসপাতালের এক পুরুষ (৪৮), কলেজ রোডের এক নারী (৫৫), হাজীরহাটের এক শিশু (১১) ও মুন্সিপাড়ার এক নারী (৩০)।

কুড়িগ্রাম জেলায় নতুন শনাক্তরা হলেন, কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক নারী (২৬), উলিপুরের এক পুরুষ (৩৩), ফুলবাড়ির এক শিশু (৩),   ক বৃদ্ধা (৬৫), এক পুরুষ (৩৪), রৌমারীর এক নারী (৫১) ও সদরের এক পুরুষ (৩৮)। 

লালমনিরহাট জেলায় নতুন শনাক্তরা হলেন, লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক নারী, এক বৃদ্ধা (৮০), এক পুরুষ (৫৫) ও আদিতমারীর এক যুবক (২৮)।

গাইবান্ধা জেলায় নতুন শনাক্তরা হলেন, গাইবান্ধা সদরের এক পুরুষ (৩৯), অপর পুরুষ (৩৯) ও এক নারী (৩১)। 

বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হন। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্যমতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৫ হাজার ১৭৪ জন ও সুস্থ্য হয়েছেন, ৪ হাজার ৭২২ জন। মারা গেছেন, ১০১ জন।