রমেকে নমুনা পরীক্ষায় আরও ৩০ জন শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায় আরও ৩০ জন শনাক্ত

স্টাফ রিপোর্টার ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৩০ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১৭ জন, কুড়িগ্রামের ৬ জন, গাইবান্ধায় ৩ জন, লালমনিরহাটে ২ জন ও নীলফামারীর ২ জন রয়েছে। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন শনাক্তরা হলেন, তারাগঞ্জের এক নারী (১৮), পাগলাপীরের এক পুরুষ (৪৬), হাজীরহাটের এক বৃদ্ধ (৭০), লালমনিরহাটের এক নারী (৩০), লালমনিরহাট সদরের এক শিশু (১), নীলফামারী সদরের এক নারী (১৯), কিশোরগঞ্জের এক পুরুষ (৪২), গাইবান্ধা পলাশবাড়ির এক শিশু (৫) সদরের এক পুরুষ (৫৮)। 

রংপুর জেলায় নতুন শনাক্তরা হলেন, রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের এক বৃদ্ধা (৬২), রংপুর নগরীর ধাপ জেল রোডের এক বৃদ্ধা (৬১), এক বৃদ্ধ (৭০), সর্দারপাড়ার এক পুরুষ (৩২), আলমনগরের এক পুরুষ (৩২), অপর পুরুষ (৩৮), সেনপাড়ার এক পুরুষ (৪১), অপর পুরুষ (৪৮), মুলাটোলের এক পুরুষ (৩৫), কেরানীপাড়ার এক যুবক (২১), গনেশপুরের এক বৃদ্ধা (৬৯), শালবনের এক পুরুষ (৫০), ধাপের এক পুরুষ (৩৭), পীরগাছা তাম্বুলপুরের এক নারী (৩০)। 

কুড়িগ্রাম জেলায় নতুন শনাক্তরা হলেন, কুড়িগ্রাম সদরের এক পুরুষ (৩০), অপর পুরুষ (৩৭), এক কিশোরী (১৫), রাজারহাটের এক কিশোর (১৭), কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক নারী (৪০), এক যুবক (২১) ও গাইবান্ধা সুন্দরগঞ্জের এক পুরুষ (৪০)। 

মঙ্গলবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৫ হাজার ১৬ জন ও সুস্থ্য হয়েছে ৪ হাজার ৫৮৩ জন। মারা গেছেন, ৯২ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৯ জন। ###