তিন অংকে পৌঁছেছে রংপুরে করোনায় মৃত্যুর সংখ্যা 

তিন অংকে পৌঁছেছে রংপুরে করোনায় মৃত্যুর সংখ্যা 

এহসানুল হক সুমন ♦ রংপুরে করোনায় মৃত্যুর সংখ্যা তিন অংকে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় রংপুরে করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মারা গেল ১’শ জন। এদিকে শনিবার রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১৬ জন, লালমনিরহাটের ৮ জন, কুড়িগ্রামের ৫ জন, নীলফামারীর ২ জন, ঠাকুরগাঁও, দিনাজপুর ও গাইবান্ধার একজন রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন শনাক্তরা হলেন, রংপুর সদরের এক নারী (১৮), এক পুরুষ (৫৫), আরটিআই কর্নারের এক নারী (৪০), মিঠাপুকুরের এক বৃদ্ধা (৬৫), তাজহাটের এক পুরুষ (৫০), লালমনিরহাট সদরের এক বৃদ্ধ (৬০), নীলফামারী সৈয়দপুরের এক নারী (৫০), জলঢাকার এক নারী (৫০), ঠাকুরগাঁওয়ের এক নারী (২৫), দিনাজপুর পাবর্তীপুরের এক শিশু (৭), কুড়িগ্রামের এক পুরুষ (৫৫)। 

রংপুর জেলায় নতুন শনাক্তরা হলেন, নিউ আদর্শপাড়ার এক পুরুষ (৫৪), উত্তম হাজীরহাটের এক পুরুষ (৫৮), কামাল কাছনার এক পুরুষ (৪২), পরশুরামের এক যুবক (২৬), মুন্সিপাড়ার এক পুরুষ (৩৯), ধাপের এক পুরুষ (৩০), হারাগাছের এক পুরুষ (৫৫), মিস্ত্রিপাড়া সাতগাড়ার এক পুরুষ (৪২), ধাপ লালকুঠির এক নারী (৩৭), কাউনিয়ার এক পুরুষ (৩৬), রংপুর সদর হাসপাতালের এক বৃদ্ধ (৬৪)। 

লালমনিরহাট জেলায় নতুন শনাক্তরা হলেন, লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক নারী (৩০), অপর নারী (৩০), এক শিশু (৭), এক পুরুষ (৪০), এক পুরুষ, এক বৃদ্ধ (৭৮), এক যুবক (২০)। 

এছাড়া কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৩০), এক বৃদ্ধ (৬০), অপর বৃদ্ধ (৮০),  কুড়িগ্রাম সদরের এক নারী (৪০) এবং গাইবান্ধা সদরের এক বৃদ্ধ (৬৭) নতুন করে শনাক্ত হয়েছে। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুরে করোনায় আক্রান্তের সংখ্যা, ৫ হাজার ৭৮ জন ও সুস্থ্য হয়েছে ৪ হাজার ৬৬৯ জন।