করোনার টিকার বয়সসীমা ১৮ করার কথা ভাবছে সরকার
নিউজডোর ডেস্ক ♦ করোনা ভাইরাসের টিকার জন্য নিবন্ধরেনর বয়সসীমা কমিয়ে ন্যূনতম ১৮ বছর করার কথা ভাবছে। সরকার। এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বা্সথ্যমন্ত্রী।
সেখানে তিনি বলেন, এরই মধ্যে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এ ব্যাপারে সরকারের কাছে পরামর্শ দিয়েছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাও হয়েছে বলে জানান তিনি। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে।