রমেকে নমুনা পরীক্ষায় আরও ৩৪ জন শনাক্ত 

রমেকে নমুনা পরীক্ষায় আরও ৩৪ জন শনাক্ত 

এহসানুল হক সুমন ♦  রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৩৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ২৩ জন, কুড়িগ্রামে ৬ জন, লালমনিরহাটে ২ জন, গাইবান্ধায় ২ জন ও পঞ্চগড়ে একজন রয়েছে। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন শনাক্তরা হলেন, বেতপট্টির এক পুরুষ (৫৮), ধাপের এক পুরুষ (৫৫), এক নারী (৫২), কাকুলী লেনের এক চিকিৎসক (৩৭), পীরগঞ্জের এক পুরুষ (৪২), কাউনিয়ার এক পুরুষ (৪৭), গোবিন্দগঞ্জ বৌবাজারের এক পুরুষ (৫৫), সাদুল্ল্যাপুরের এক বৃদ্ধা (৬৫), পঞ্চগড়ের এক বৃদ্ধ (৬২), আরটিআই কর্নারে চিকিৎসাধী সদরের এক পুরুষ (৩১), এক নারী (৫৯)। 

রংপুর জেলায় নতুন শনাক্তরা হলেন, কাচারী বাজারের এক পুরুষ (৩৯), জুম্মপাড়ার এক পুরুষ (৫৬), রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের এক বৃদ্ধ (৬৫), কেল্লাবন্দের এক পুরুষ (৫৩), পীরগঞ্জের এক যুবক (২৭), আরকে রোডের এক বৃদ্ধা (৭০), তাঁতিপাড়ার এক পুরুষ (৫০), এক নারী (৪০), এক যুবক (২১), এক নারী (২৩), এক নারী (৫০), কামারপাড়ার এক পুরুষ (৫১), কেরানীপাড়ার এক পুরুষ (৪০) ও বদরগঞ্জের এক কিশোরী (১৪)। 

কুড়িগ্রাম জেলায় নতুন শনাক্তরা হলেন, কুড়িগ্রাম রৌমারীর এক পুরুষ (৫৬), সদরের এক পুরুষ (৫৬), এক বৃদ্ধ (৬৩), এক যুবক (২৪), অপর যুবক (২৭) ও নাগেশ্বরীর এক পুরুষ (৫২)। 

কুড়িগ্রাম জেলায় নতুন শনাক্তরা হলেন, হাতিবান্ধার এক পুরুষ (৩২) ও কালিগঞ্জের এক পুরুষ (৩৫)। 

শনিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, ২০২০ সালের ১০ মার্চ থেকে এ পর্যন্ত রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৪ হাজার ৩০৭ জন ও সুস্থ্য হয়েছেন, ৪ হাজার ৩৯ জন । মারা গেছেন ৭৩ জন।