খালেদা জিয়া করোনায় আক্রান্ত

খালেদা জিয়া করোনায় আক্রান্ত

নিউজডোর ডেস্ক ♦ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার হাসপাতালসহ একাধিক দায়িত্বশীল সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর:সমকাল

সূত্রানুযায়ী, কয়েকদিন ধরে খালেদা জিয়া জ্বরে ভুগছেন। তাই তিনি করোনায় সংক্রমিত হয়েছেন কি না তা জানতে শনিবার বিকেলে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তার নমুনা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দেন।

আজ রবিবার (১১ এপ্রিল) খালেদা জিয়ার করোনার ফলাফল পজিটিভ আসে।

নমুনা নেওয়ার সময় খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুনও সেখানে ছিলেন। করোনা পরীক্ষার পাশাপাশি তার ডায়াবেটিস টেস্টের জন্যও নমুনা নেয়া হয়।

বিএনপির দায়িত্বশীল কোনো কর্মকর্তা এ ব্যাপারে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।

খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে জামিনে আছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় তাকে কারাগারে যেতে হয়েছিল। করোনা মহামারির কারণে  পরিবারের আবেদনে তাকে ছয় মাসের জামিনে মুক্তি দেয়া হয়েছিল, যা তিন দফায় বাড়ানো হয়েছে।