শীতে বাড়ছে করোনা , রোববার রমেক ল্যাবে শনাক্ত ৫৩ জন

শীতে বাড়ছে করোনা , রোববার রমেক ল্যাবে শনাক্ত ৫৩ জন

এহসানুল হক সুমন ♦ শীত আসার সাথে সাথে রংপুরে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউ শীতে আসতে পারে বলে সর্তক করেছে সরকার। এ লক্ষ্যে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতসহ সচেতনতা বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা, ভ্রাম্যমান আদালত পরিচালনা ও বিনামূল্যে মাস্ক বিতরন চলছে। এরপরেও করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে মানুষের উদাসীনতা কাজ করছে।  

এদিকে রংপুর মেডিকেল কলেজে (রমেক) রোববার নমুনা পরীক্ষায় নতুন করে ৫৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ৪৬ জন, লালমনিরহাটের ২ জন, কুড়িগ্রামের ২ জন, নীলফামারী ও দিনাজপুরের ১ জন করে রয়েছে।  

রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পীরগাছার এক বৃদ্ধ (৬০), রংপুর সদরের এক নারী (৪৫), এক যুবক  (২৮), গঙ্গাচড়ার এক বৃদ্ধ (৬৫), নগরীর ১নং ওয়ার্ডের এক পুরুষ (৫৩), ৩২নং ওয়ার্ডের এক নারী (৩৫), কুড়িগ্রাম উলিপুরের এক পুরুষ (৫৫), নীলফামারী কিশোরগঞ্জের এক বৃদ্ধ (৬৫), আরটিআই কর্নারে চিকিৎসাধীন দিনাজপুরের এক বৃদ্ধ (৬০), রংপুর নগরীর আরকে রোডের এক চিকিৎসক (৫৫), রংপুর সদর উপজেলার নবনীদাসের এক পুরুষ (৩৩), জেলা পুলিশের এক সদস্য (২৩), অপর পুলিশ সদস্য (৩৯), অপর সদস্য (২৭), নগরীর কেরানীপাড়ার এক যুবক (২৮), এক বৃদ্ধা (৬৩), দর্শনার এক বৃদ্ধ (৬২), অপর বৃদ্ধ (৭০), দর্শনা মোড়ের এক যুবক (২৯),

সেনপাড়ার বৃদ্ধা (৬১), এক পুরুষ (৫৫), অপর  পুরুষ (৪৭), কামাল কাছনার এক নারী (৫৫), সোনালী ব্যাংকের এক পুরুষ (৩৮), ধাপের এক পুরুষ (৫৫), ডক্টরস হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৫০), সাতগাড়া মিস্ত্রিপাড়ার এক নারী (২৩), ধাপ খলিফাপাড়ার এক নারী (৩২), ডিসি’র মোড়ের এক পুরুষ (৩৮), রাধাবল্লভের এক পুরুষ (৫০), বড়বাড়ির এক পুরুষ (৩৭), জুম্মপাড়ার এক বৃদ্ধা (৭০), বুড়িরহাটের এক নারী (১৮), জনতা ব্যাংকের এক পুরুষ (৪৫), খোর্দ মাহিগঞ্জের এক নারী (৩৯), রংপুর নগরীর ১৭নং ওয়ার্ডের এক পুরুষ (৫৮), ২৬নং ওয়ার্ডের এক পুরুষ (৫৭), ২৪নং ওয়ার্ডের এক চিকিৎসক (৪২), ১৭নং ওয়ার্ডের এক নারী (৪০), শালবন মিস্ত্রিপাড়ার এক বৃদ্ধ (৬৩), তারাগঞ্জের এক পুরুষ (৩৮), মিঠাপুকুরের এক নারী (৪০), দূর্গাপুরের এক পুরুষ (৩৮), অপর পুরুষ (৫০), গঙ্গাচড়া লাজমিটারীর এক যুবক (২৭), হারাগাছ ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন মিয়াপাড়ার এক পুরুষ, পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৫৮), বদরগঞ্জের এক কিশোরী (১৬), এক শিশু (১২)। 

এছাড়া  লালমনিরহাট তিস্তা সামুটারীর এক পুরুষ (৪৫), এক যুবক (২৩),  গাইবান্ধা সাদুল্ল্যাপুর নলডাঙ্গার এক পুরুষ (৪৭) ওকুড়িগ্রাম নাগেশ্বরীর এক নারী (৩২) নতুন আক্রান্ত হয়েছেন। 

রোববার ১৩৫ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৫৪৪ জন। সুস্থ্য হয়েছেন, ২ হাজার ৯৬৪ জন ও মারা গেছেন ৫৯ জন।