রংপুর সিটি পরিচ্ছন্ন রাখতে ওয়ার্ল্ড ভিশনের ১৫টি বর্জ্য পরিবহন ভ্যান প্রদান

ভ্যানগুলো পরিচ্ছন্নতা কার্যক্রমকে এগিয়ে নেবে বলে আশাবাদী রসিক মেয়র

নভেল চৌধুরী ♦ রংপুর নগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে রংপুর সিটি কর্পোরেশনকে ১৫টি বর্জ্য পরিবহন ভ্যান প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে রংপুর সিটি কর্পোরেশন প্রাঙ্গনে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার হাতে ভ্যানগুলো হস্তান্তর করেন, ওয়ার্ল্ড ভিশন রংপুরের সিনিয়র ম্যানেজার অনুক‚ল চন্দ্র বর্মন।

এ সময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা সুবহা তালফা, কামরুল হাসান, দানিয়েল সরকারসহ অন্যরা।

সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, পহেলা জুলাই থেকে মধ্য রাত থেকে নগরী পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। আমরা চাই ভোর হওয়ার আগেই পুরো শহর পরিচ্ছন্ন রাখা। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ওয়ার্ল্ড ভিশনের ভ্যানগুলো আমাদের এ পরিচ্ছন্নতা কার্যক্রমকে এগিয়ে নেবে।