রংপুরে রাস্তা দখল করে দোকান তৈরির পাঁয়তারার অভিযোগ

কঠিন সমস্যায় পড়বেন পথচারিরা

রংপুরে রাস্তা দখল করে দোকান তৈরির পাঁয়তারার অভিযোগ

নভেল চৌধুরী ♦ রংপুরে কৈলাশ রঞ্জন স্কুল গলিতে জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে, সেখানে দোকান তৈরি করে বিক্রয় করার পাঁয়তারা করছে রাজা রামমোহন মার্কেট ক্লাবের কমিটিগণ। এমন অভিযোগ করেছেন রংপুর সিটি বাজারের ব্যবসায়ীরা।
রোববার (১৮জুলাই) এ অভিযোগের স্বারকলিপি রংপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, দুর্নীতি দমন কমিশন অফিসে জমা দেওয়া হয়।
স্বারকলিপিতে সিটি বাজার ব্যবসায়ীরা উল্লেখ করেন, রাজা রামমোহন মার্কেটের পূর্ব পাশে (কৈলাশ রঞ্জন স্কুৃল গলি)  সিটি বাজারে প্রবেশের প্রধান রাস্তা হিসেবে ব্যবহার করেন ক্রেতারা। বাজারে নিয়ে নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনে ব্যবহৃত এ রাস্তাটি ছাড়া বিকল্প কোনও রাস্তা নেই। এছাড়াও পাশে স্কুল থাকার কারণে শিক্ষার্থীরাও এ রাস্তা ব্যবহার করেন। যার ফলে সব সময়ই এ রাস্তাতে যানজটের সৃষ্টি হয়। এরকম পরিস্থিতিতে উক্ত রাস্তার পাশে ড্রেনের উপর দোকান তৈরি করে তা বিক্রয় করার পাঁয়তারা করছে রাজা রামমোহন মার্কেট ক্লাবের কমিটিরা। যদি এমনটা হয় তাহলে কঠিন সমস্যায় পড়বে সিটি বাজারের ক্রেতা বিক্রেতাসহ পথচারিরা। এমনকি যখন স্কুল খুলে যাবে তখন শিক্ষার্থীদেরও দুর্ভোগ পোহাতে হবে।
যাতে রামমোহন মার্কেট ক্লাবের কমিটিরা উক্ত রাস্তা এবং রাস্তার পাশে থাকা ড্রেন দখল করে দোকান তৈরি করতে না পারে এজন্য প্রশাসনের নিকট সহযোগিতা চান সিটির বাজারের সদস্যবৃন্দ।