ঘাতক জিয়া বাহিনীর বুলেটে ঝরেছে শেখ রাসেলের প্রাণ
স্টাফ রিপোর্টার ♦ মাস ব্যাপী শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভার মধ্যে দিয়ে পুরস্কার বিতরণ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে রংপুরে। রোববার বিকেলে আহার রেস্টুরেন্ট এ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ রংপুর বিভাগ। এ সময় জানানো হয়, মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত ও শেখ রাসেলের স্মৃতি ধারন করতে গত এক মাস ধরে রংপুরের ৮ জেলা, ৫৮ উপজেলাসহ ইউনিয়ন পর্যায়ে নানা কর্মসূচির মধ্যে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। ঘাতক জিয়াউর রহমানের বাহিনীর বুলেট ঝাঝরা করেছে এই কোমলমতি শিশুর জীবন।
আগামী ১০ নভেম্বর স্থানীয় টাউন হল অডিটোরিয়ামে দিবসে অংশ নেয়া বিজয়ী শিশু-কিশোরদের হাতে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করবেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা হিসাবে থাকার কথা রয়েছে পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যা। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সাজু, উদযাপন কমিটির আহবায়ক সাইফুল ইসলাম সুইট ও সদস্য সচিব বিশিষ্ট সংগিত শিল্পী অন্তর রহমান।