রংপুরে সেনাবাহিনীর বিনামূল্যে  স্বাস্থ্যসেবা ক্যাম্প ও শীতবস্ত্র বিতরন

রংপুরে সেনাবাহিনীর বিনামূল্যে  স্বাস্থ্যসেবা ক্যাম্প ও শীতবস্ত্র বিতরন

স্টাফ রিপোর্টার ♦
রংপুরে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প ও শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বুধবার সকালে নগরীর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে ৭২ বিগ্রেডের ৩০ বীরের আয়োজনে স্বাস্থ্যসেবা ক্যাম্পে সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিসিন, শিশু, গাইনী, চক্ষু, সার্জারীসহ বিভিন্ন প্রকার রোগের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ঔষধ প্রদান করেন। এরপর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন, ৩০ বীরের অধিনায়ক লেঃ কর্ণেল হেদয়েতুল ইসলাম।

তিনি বলেন, প্রতিবারের মত বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, ঔষধ বিতরন ও শীতবস্ত্র বিতরন করা হচ্ছে। এখানে সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ দিচ্ছেন। এ উদ্যোগ সাধারণ মানুষের উপকারে আসছে বলে আমরা মনেকরি। শীতকালীন আমাদের এ ধরনের কার্যক্রম অব্যহত রয়েছে।