মরিচের দাম কবে কমবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

কাঁচা মরিচ দিয়ে তো সংসার চলে না; চাল, ডাল নিয়ে আপনারা জিজ্ঞেস করেন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মরিচের দাম কবে কমবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি (সংগৃহীত)

নিউজডোর ডেস্ক ♦ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বৃষ্টিন ও বন্যা পরিস্থিতির উন্নতি হলে কাঁচা মরিচের দাম স্বাভাবিকের মধ্যে চলে আসবে।

হাজার টাকায় কাঁচা মরিচ কিনতে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসার কেমন চলছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাঁচা মরিচ দিয়ে তো সংসার চলে না। চাল, ডাল নিয়ে আপনারা জিজ্ঞেস করেন।

রোববার ( ২জুলাই) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এই এক হাজার টাকা কাঁচা মরিচের কেজি, এটি এক-দুদিনের ব্যাপার। আমার মনে হয়, যখন বৃষ্টি-বন্যা কমে যাবে, তখন দেখবেন, কাঁচা মরিচের দাম স্বাভাবিকের মধ্যে চলে আসবে।