বিয়েতে কাঁচা মরিচ উপহার
উপহার সাদরে গ্রহণ ও সকলের প্রশংসা

নিউজডোর ডেস্ক ♦ প্রসাধনী, অলঙ্কার, নগদ টাকা ছেড়ে এবার বিয়ে উপলক্ষে উপহার হিসেবে দেয়া হয়েছে কাঁচা মরিচ। এমন উপহারকাণ্ড ঘটেছে কিশোরগঞ্জে। যা নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
রোববার (২ জুলিাই) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার হোসেন্দীতে এক বিয়েতে মরিচ উপহার দেয়ার দৃশ্যের দেখা মেলে।
জানা যায়, এলাকার পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমানের একমাত্র পূত্র অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের বৌ-ভাত অনুষ্ঠানে এক কেজি কাঁচা মরিচ উপহার দিয়েছেন তার বন্ধুরা।
দেশের আলোচিত এ পণ্য উপহার হিসেবে নিয়ে আসা এস এম রায়হান জানান, দেশে যেভাবে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাই উপহার হিসেবে কাঁচা মরিচ দেয়া আমার কাছে প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এছাড়াও এটি মৌন প্রতিবাদও বলতে পারেন।
বরের চাচা অ্যাডভোকেট খলিলুর রহমান বলেন, আজকের বিয়ের অনুষ্ঠানে অনেকেই অনেক ধরণের উপহার নিয়ে এসেছেন। তবে আফ্রিদের বন্ধুর কাঁচা মরিচ নিয়ে আসাটা বেশ চমকপ্রদ। তাদের এই প্রতিবাদী উপহার আমি সাদরে গ্রহণ করেছি।