চীনের টিকায় বিশ্ববিদ্যালয়-মেডিকেল শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে: স্বাস্থ্যমন্ত্রী
নিউজডোর ডেস্ক ♦ চীন থেকে করোনা ভাইরাসের যে দেড় কোটি টিকা আসবে তা অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীরা পাবে, এমনটাই বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একেক দফায় ৫০ লাখ করে তিন দফায় দেশে আসেবে এই টিকা।
সোমবার (৩১মে) দুপুরে মন্ত্রিপরিষদের এক বৈঠক শেষে সচিবালয়ে গণমাধ্যমকে এ কথা বলেন মন্ত্রী।
’বাংলাদেশ মোট কত কোটি ডোজ টিকা সংগ্রহ করতে চায়’ এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি মনে করি, আমাদের পাঁচ কোটি লোককে আপাতত টিকা দেওয়া প্রয়োজন। পাঁচ কোটি লোককে টিকা দিলে পরে আমাদের দেশ সুরক্ষিত হয়ে যাবে। কারণ, যদি পাঁচ কোটি লোককে আমরা টিকা দিতে পারি, তাহলে আমাদের পপুলেশনের বিরাট ভালনারেবল গ্রুপ যেটা আছে, সেটা কাভার হয়ে যায়।
টিকার নিবন্ধন বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাগুলো হাতে আসলে আবার নিবন্ধন চালু হয়ে যাবে।