রংপুর সিটি কর্পোরেশনের  আওয়ামী লীগপন্থী কাউন্সিলর লাঞ্ছিত 

রংপুর সিটি কর্পোরেশনের  আওয়ামী লীগপন্থী কাউন্সিলর লাঞ্ছিত 

স্টাফ রিপোর্টার ♦ রংপুর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগপন্থী কাউন্সিলর রফিকুল ইসলাম লাঞ্ছিত হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে সিটি কর্পোরেশনের মাসিক সভা শেষে ফেরার পথে বিক্ষুদ্ধ জনতা তাকে লাঞ্ছিত করে।
রংপুর সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, রংপুর সিটি কর্পোরেশনের সাধারণ ৩৩টি ওয়ার্ড ও সংরক্ষিত ১১টি মহিলা ওয়ার্ডসহ মোট ৪৪ জন কাউন্সিলর রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এমন কাউন্সিলর রয়েছে ১৯ জন। মঙ্গলবার মাসিক সভায় আওয়ামীপন্থী কাউন্সিলরদের মধ্যে ৬ জন উপস্থিত ছিলেন। মাসিক সভা শেষে বাড়ি ফেরার সময় সিটি কর্পোরেশনের প্রধান ফটকের সামনে কাউন্সিলর রফিকুল আলম আসলে বিক্ষুদ্ধ জনতা তাকে লাঞ্ছিত করে। খবর পেয়ে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু ও নুরুন্নবী ফুলু ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং রফিকুলকে ছাড়িয়ে নেন। 
রংপুর সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এমন কিছু কাউন্সিলরের বিরুদ্ধে সহিংসতার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে তাদের অনেকে গাঢাকা দিয়েছে। 
প্যানেল মেয়র মাহাবুবার রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগপন্থী কাউন্সিলরদের দেখে কিছু বিক্ষুদ্ধ মানুষ উত্তেজিত হয়ে উঠেছিলো। সকলকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার সাথে আওয়ামী লীগের মুখোমুখি সংঘর্ষে প্রকাশ্যে গুলি ছুড়েন পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা। ওই দিন সংঘর্ষে কাউন্সিলর হারাধনসহ ৪ জন নিহত হন। পরদিন ৫ আগস্ট সরকার পতন হলে গাঢাকা দেন আওয়ামী লীগপন্থী কাউন্সিলররা। ### ১৩-০৮-২৪ইং