কৃষকের জমির পাকা ধান কেটে  ঘরে তুলে দিলো রংপুর জেলা ছাত্রলীগ

কৃষকের জমির পাকা ধান কেটে  ঘরে তুলে দিলো রংপুর জেলা ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার ♦ করোনাক্রান্তিতে দরিদ্র কৃষকের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে রংপুর জেলা ছাত্রলীগ। বুধবার সকালে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর গ্রামে রংপুর জেলা ছাত্রলীগ মেহেদী হাসান সিদ্দিকী রনির নেতৃত্বে দরিদ্র কৃষক সুধির চন্দ্র রায়ের দুই বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আদনান হোসেন, আবু হোসেন, মোহাইমিনুল রহমান চৌধুরী মিথুন,প্রচার সম্পাদক মোকতার এলাহি মুরাদ, সাংস্কৃতিক সম্পাদক অভিনাশ কুমার রায়, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সজিব, স্বাস্থ্য সম্পাদক ইয়াসির আরাফাত শুভ   ছাত্রলীগ  নেতা আল শাহরিয়ার, মাহমুদুর রহমান অভি, মেহেদী হাসান জিম ,সালমান , কিম শাওন, মাহফুজার রহমান রাকিব, নয়ন ইসলাম,তৌকির,  রেজুয়ানুর রহমান রিদয়, কাজল মহন্ত, জয় মহন্ত  প্রমুখ। 

কৃষক সুধির চন্দ্র বলেন, করোনার কারণে আয় কমে গেছে। বর্তমানে পেট চালানোই বড় কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে ধান পেকে গেছে। টাকার অভাবে শ্রমিকও নিতে পারছিলাম না। বৈশাখী ঝড়ের আগেই ধান কিভাবে ঘরে তুলবো এনিয়ে দুঃশ্চিন্তায় ছিলাম। ছাত্রলীগের ছেলেরা ধান কেটে, মাড়াই করে গোলায় তুলে দিয়েছে। তাদের আমি প্রাণ ভরে দোয়া করি। 

রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, করোনায় ঘরবন্দী কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আজ থেকে আমাদের ধান কাটা কার্যক্রম শুরু হয়েছে। রোজা রেখে ছাত্রলীগের নেতৃবৃন্দরা ধান কাটা কার্যক্রমের অংশ নিয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে। এছাড়া যে কোন দূর্যোগে জীবন ঝুঁকি নিয়ে মানুষের পাশে থেকেছি, আগামীতেও থাকবো।