ভারী বর্ষণে রাজধানীতে জলাবদ্ধতা

ছাতা সাহায্যে উপরের পানি থেকে বাঁচলেও, নিচের পানি থেকে বাঁচা কষ্টসাধ্য

ভারী বর্ষণে রাজধানীতে জলাবদ্ধতা
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ ঢাকা ও তার আশেপাশের এলাকায় সকাল থেকে ভারী বর্ষণ হচ্ছে।সকাল থেকে হওয় এ ভারী বর্ষণের কারণে অনেক রাস্তায় পানি জমে গেছে। এতে করে ভোগান্তিতে পড়ছেন অফিসগামী ও কর্মজীবি মানুষ। মঙ্গলবার (২২জুন) সকাল ছয়টায় শুরু হওয়া এই ঝুম বৃষ্টিতেই পানিতে ডুবে রাজধানীর সড়কগুলো।

এই জলাবদ্ধতার কারণে জনসাধারণকে কর্মস্থলে পৌঁছাতে হচ্ছে পোশাক ভিজিয়েই। যারা ছাতা নিয়ে বের হয়েছিলেন, তাদের শরীরের উপরের অংশ বেঁচে গেলেও ভিজে গেছে পানির নিচে থাকা শরীরের অংশ।

আবহাওয়া অফিস বলছে, আজ দিনভর রাজধানীতে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে। রাজধানীর বাহিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে।