ঈদের ছুটি বাড়ানো হলো আরও একদিন
আসন্ন ঈদুল আজহাকে ঘিরে সরকারি ছুটি বাড়ানো হলো আরও একদিন। নির্বাহী আদেশে এ ছুটি বাড়ানো হয়েছে। আগামী ২৭ জুন ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ ছুটি বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে ঈদের ছুটি একদিন বাড়াতে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি যে প্রস্তাব করে, সেটি যৌক্তিক বলে মনে করেন সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এ বিষয় নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সুপারিশটি মন্ত্রিসভায় গেছে। সেখান থেকেই সিদ্ধান্ত আসবে।
ঈদুল ফিতর ও ঈদুল আজহার সরকারি ছুটি তিন দিন হয়ে থাকে। আগামী ২৯ জুন ঈদুল আজহা ধরে ছুটি নির্ধারিত করা হয় ২৮, ২৯, ৩০ জুন। নির্বাহী আদেশে ২৭ জুন ছুটি ঘোষণা হওয়ায় এবার ঈদুল আজহায় টানা পাঁচদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।