করোনায় একদিনে ৪০ জনের মৃত্যু

করোনায় একদিনে ৪০ জনের মৃত্যু

নিউজডোর ডেস্ক ♦ দেশে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৭৫জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এনিয়ে দেশে মোট ১২ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছে। মো আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭লাখ ৯২ হাজার ১৯৬জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘন্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয় ১৬হাজার ৬৩৪টি। এনিয়ে দেশে মোট করোনা নুমনা পরীক্ষা হয়েছে ৫৮লাখ ৫৪হাজার ৯১৯টি।

২৪ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৯জন। মোট সুস্থ্য হয়েছেন ৭লাখ ৩২ হাজার ৮১০জন। সুস্থতার হার ৯২দশমিক ৫০শতাংশ।

২৪ ঘন্টায় ২৬জন পুরুষ এবং ১৪ জন নারীর মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১দশমিক ৫৭ শতাংশ। এবং শনাক্তের হার ১০ দশমিক ০৮ শতাংশ।

উল্লেখ্য গত বছরের ৮মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এবং একই বছরের ১৮মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।