উত্তরাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রী ছুঁই ছুঁই

উত্তরাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রী ছুঁই ছুঁই

এহসানুল হক সুমন ♦ উত্তরাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস ছুঁই ছুঁই। তীব্র তাপদাহে নাজেহাল মানুষ। গত এক সপ্তাহে এ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রী সেলসিয়াস।

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শনিবার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল শতকরা ৬০ ভাগ। এছাড়া শুক্রবার রংপুর বিভাগের মধ্যে সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রী সেলসিয়াস।

এছাড়া রংপুরে ৩৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, দিনাজপুরে ৩৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, তেঁতুলিয়ায় ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, ডিমলায় ৩৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস, রাজারহাটে ৩৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা কমার সম্ভবনা নেই।

রংপুর আবহাওয়া কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, আগামী ১৯ জুলাইয়ের আগে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে।