বিএনপির আমলে ভোটাধিকার ছিল না মানুষের: শেখ হাসিনা

দুর্নীতি, খুনখারাবি আর লুটপাত ছিল স্বাভাবিক চিত্র

বিএনপির আমলে ভোটাধিকার ছিল না মানুষের: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রকৃত গণতন্ত্র থাকলে দেশের যে উন্নতি হয়, এটা আজ প্রমাণিত। আওয়ামী লীগ সেটা প্রমাণ করে দিয়েছে। ৯৬ সালে ক্ষমতায় এসে রাস্তাঘাট, স্কুল কলেজ, অবকাঠামো উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক করে দেওয়াসহ নানা কাজ করেছি। সোমবার (১ আগস্ট) সকালে কৃষক লীগের আয়োজনে রাজধানীর ধানমণ্ডি ৩২ এ জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত রক্তদান ও প্লাজমা সংগ্রহ কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, “বলতে গেলে ৯৬ থেকে ২০০১ সমৃদ্ধির সময় ছিল বাংলাদেশের। পরে তারা এসে কি করল? ভিক্ষাবৃত্তি বা দেশকে পরনির্ভরশীল করেছে। দুর্নীতি, খুনখারাবি আর লুটপাত ছিল স্বাভাবিক চিত্র। ভোটের অধিকার ছিল না মানুষের। বিএনপি সন্ত্রাসীরা প্রকাশ্যে ব্যালট ছিনিয়ে নিয়েছে। তাদের কাছ থেকেও কথা শুনতে হয়, নির্বাচনের কথা তারা বলে কোন মুখে?