আবারও বাড়ছে জ্বালানী তেলের দাম

জ্বালানী তেল বিক্রিতে ৫ মাসে ৭ হাজার কোটি টাকা লোকসান গুনেছে সরকার

আবারও বাড়ছে জ্বালানী তেলের দাম
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ দেশের বাজারে আবারও বাড়ছে জ্বালানী তেলের দাম। চলতি সপ্তাহেই নতুন মূল্য ঘোষণা করবে সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক জ্বালানী বিভাগের এক কর্মকর্তা দেশের জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। ওই কর্মকর্তা বলেন, জ্বালানী তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত এরই মধ্যে চুড়ান্ত করা হয়েছে। আগামী ৩ বা ৪ আগস্টে জ্বালানী তেলের বাড়তি দামের ঘোষণা আসতে পারে।

এ বিষয়ে জ্বালানী বিশেষজ্ঞরা বলছেন, এই মুহুর্তে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিতে মূল্যস্ফ্রীতিতে বড় ধরণের প্রভাব পড়বে। যার প্রভাব পড়বে জনজীবনে।  

বিশ্ববাজারে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ডিজেল ও অকটেন বিক্রিতে দীর্ঘদিন ধরে লোকসান গুনছে রাষ্ট্রায়ত্ব সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ বলেন, ‘ আমাদের এখন ডিজেল ও অকটেন বিক্রিতে দৈনিক প্রায় ৯০ কোটি টাকা লোকসান দিতে হচ্ছে। গত পাঁচ মাসে (ফেব্রুয়ারি থেকে জুন) সাত হাজার কোটি টাকা লোকসান হয়েছে।