তিনদিনের ব্যবধানে দেশে কমলো স্বর্ণের দাম

তিনদিনের ব্যবধানে দেশে কমলো স্বর্ণের দাম

নিউজডোর ডেস্ক ♦ তিনদিনের ব্যবধানে এবার কমলো স্বর্ণের দাম। দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে ৯৭ হাজার ৪৪ টাকা। বুধবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে বাজুস জানিয়েছে, বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে এসিড সোনার (খাঁটি সোনা) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি বারি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৯৭ হাজার ৪৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনার দাম পড়বে ৯২ হাজার ৬১২ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির দাম নির্ধারণ করা হয়েছে ৬৬ হাজার ১৩৫ টাকা।