বাংলাদেশি ফুটবলারদের ব্যাগে ৬৪ বোতল মদ

বাংলাদেশি ফুটবলারদের ব্যাগে ৬৪ বোতল মদ

নিউজডোর ডেস্ক ♦ গত সেপ্টেম্বরে এএফসি কাপ খেলতে মালদ্বীপে গিয়েছিলেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ফেরার পথে ব্যাগে করে মদ নিয়ে আসছিলেন দলের পাঁচ ফুটবলার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা তাদের কাছ থেকে ৬৪ বোতল মদ পান।

সেই পাঁচ ফুটবলার হলেন- তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন রিমন হোসেন।

এএফসি কাপে মালদ্বীপের মাজিয়া স্পোর্ট অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে খেলেছে বসুন্ধরা। দলটি ১৯ সেপ্টেম্বর ম্যাচ খেলে পরের দিন ঢাকায় ফিরে আসে। বিমানবন্দরে ফেরার পথে কাস্টমস কর্মকর্তারা তাদের মদ পরিবেশন করেন।

ঘটনায় ওই পাঁচ ফুটবলারকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করেছে বসুন্ধরা কিংস। আরও তদন্ত চলছে বলেও জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। দলের সভাপতি ইমরুল হাসান গণমাধ্যমকে বলেন, "পাঁচজন খেলোয়াড় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। জন্য আমি তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করেছি। সবার সঙ্গে কথা বলে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে কে দোষী সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"