১৬ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে ইংলিশরা
আগে টালবাহানা করলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য উঠেপড়ে লেগেছে

নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ দীর্ঘ ১৬টি বছর পাকিস্তানে পা রাখেনি ইংল্যান্ড জাতীয় পুরুষ ক্রিকেট দল। তবে এবার পাকিস্তান সফরে যাচ্ছেন ইংলিশ পুরুষ ক্রিকেটারেরা।
চলতি বছরের ৯ অক্টোবরে পাকিস্তানের মাটিতে পা রাখবে ইংলিশ ক্রিকেট পুরুষ দল।
শুক্রবার (১৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১৩ ও ১৪ অক্টোবর মোট দুটি টি-টোয়েন্টি খেলা হবে। একই মাঠে নামবে দুদেশের নারী ক্রিরেকট দলও।
সিরিজ শেষে ১৫ অক্টোবর পাকিস্তান ছাড়বে ইংলিশ পুরুষ ক্রিকেট দল।
যেগুলো দেশগুলোতে সফর করতে অনীহা প্রকাশ করত অসি-ইংলিশরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এখন উঠেপড়ে লেগেছে তারা। কারণ, এবার টি- টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে হতে যাচ্ছে।