শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বড় নিয়োগ

৪৪টি শূণ্য পদে জনবল নিবে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বড় নিয়োগ

নিউজডোর ডেস্ক ♦ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোট ৪৪টি শূণ্যপদে জনবল নিয়োগ দেয়া হচ্ছে।

এর মধ্যে

(১)সাট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার পদের সংখ্যা ৪টি।

যোগ্যতা: স্নাতক ডিগ্রিতে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বিভাগীয় প্রার্থীর জন্য বয়সসীমা ৪০ বছর।

(২) সহকারী লাইব্রেরিয়ান পদের সংখ্যা ১টি।

যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

(৩) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা ১৮টি।

যোগ্যতা: এইচএসসি পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

(৪) স্টোর কিপার পদের সংখ্যা ১টি।

যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস।

(৫) ওয়ার্ড মাস্টার পদের সংখ্যা ৯টি

যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

(৬) লিনেন কিপার পদের সংখ্যা: ২টি

যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

(৭) টেলিফোন অপারেটর পদের সংখ্যা ৩টি।

যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

(৮)ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদের সংখ্যা ৪টি।

যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) উর্ত্তীর্ণ।

১ আগস্ট ২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে ৩২ বছর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে ১১২ টাকা প্রদান করতে হবে। (নিয়ম আবেদনপত্রে দেয়া থাকবে)

আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট। আবেদন ফরম