বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ
আবেদন করা যাবে ৭ অক্টোবর পর্যন্ত
নিউজডোর ডেস্ক ♦ নতুন নিয়মে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ সদরদপ্তরের এআইজি (রিক্রুমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-২) মোহাম্মদ নাসিরুল ইসলামের সই করা এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
শুক্রবার (১০) সেপ্টেম্বর থেকে উক্ত পদে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ৭ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।
নিয়োগের বয়সসীমা: ২০২১ সালের ৭ অক্টোবরে আবেদন কারীর ১৮-২০ এর মধ্যে হতে হবে। তবে যারা ২০২০ সালের ২৫ মার্চে সর্বোচ্চ বয়সসীমা অতিক্রম করেছেন তারাও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫/সমমান পেয়ে উর্ত্তীণ হতে হবে। আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে। করোনাকালীন জনসমাগম এড়াতে অভিভাবকদের পুলিশ লাইন্স মাঠে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রার্থীর শরীরের তাপমাত্রা বেশি হলে সে মাঠে প্রবেশ করতে পারবে না। অবশ্যই প্রার্থীকে মাস্ক পড়ে আসতে হবে।