টেকনিক্যাল অফিসার পদে জনবল নেবে গ্রাম বিকাশ কেন্দ্র

টেকনিক্যাল অফিসার পদে জনবল নেবে গ্রাম বিকাশ কেন্দ্র।নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রাম বিকাশ কেন্দ্র, পার্বতীপুর-৫২৫০,দিনাজপুর কর্তৃক বাস্তবায়িত ECCCP-Flood প্রকল্পের জন্য উল্লেখিত পদে নিয়োগের জন্য বাংলাদেশী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
কর্ম এলাকা: ডিমলা উপজেলা, নীলফামারী ।
প্রার্থীদের জলবায়ু পরিবতন বিষয়ক প্রকল্পে বসতভিটা উচুকরন,ল্যাট্রিন ও টিউবওয়েল স্থাপন কাজে দক্ষতা থাকতে হবে।বসতভিটা উচুকরন,ল্যাট্রিন ও টিউবওয়েল স্থাপন উচ্চমানের নকশা, অংকন ও ইঙছ তৈরী দক্ষতা থাকতে হবে। এছাড়া কস্পিউটার অপারেটিং সিষ্টেম, এ্যাসটিমেটিংসফটওয়ার ও অটোক্যাড-এ কাজ করার দক্ষতা থাকতে হবে।
প্রকল্পের অন্যান্য সহকর্মীদের সাথে সমন্বয় ও সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
ইংরেজীতে প্রতিবেদন তৈরী ও ইমেলে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের সক্ষমতা থাকতে হবে। এমএস অফিস, এক্সেল ও পাওয়ার পয়েন্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ার ডিগ্রীধারী/যে কোন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার ডিগ্রীধারী। জলবায়ু পরিবর্তন/স্যানিটেশন প্রকল্পে অভিজ্ঞদের অগ্রাধীকার দেওয়া হবে।বয়সী সীমা সর্বোচ্চ ৪০ বছর।
বিভিন্ন দাতাসংস্থা বা এনজিও প্রকল্প বাস্তবায়নে নুন্যতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জলবায়ু পরিবতর্ন প্রকল্পে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধীকার দেওয়া হবে।
অন্যান্য অভিজ্ঞতা: বিভিন্ন দাতাসংস্থা ও সুপরিচিত এনজিও তে জলবায়ু পরিবর্তন, বাড়িভিটা উচুকরন,ল্যাট্রিন ও টিউবওয়েল স্থাপন কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নিজস্ব মটরসাইকেল সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স ও র্স্মাটফোন থাকতে হবে।প্রার্থীর কর্মক্ষেত্র নীলফামারী জেলা।মাসিক বেতন ২৮ হাজার টাকা।এছাড়া বছরে ০২ টি উৎসব বোনাস মোটর সাইকেল জ্বালানী ও রক্ষনাবেক্ষন খরচ ( লগসীট অনূযায়ী) মোবাইল ও ইন্টারনেট বিল প্রদান করা হবে।আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২০ ইং।
নিয়ম ও র্শতাবলী: জীবনবৃত্তান্ত ও সকল সনদপত্র, নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্র , সদ্য তোলা ২ কপি পিপিসাইজ ছবি, মোবাইল ফোন নম্বরসহ উপ-পরিচালক-এইচআর এন্ড এ্যাডমিন, গ্রাম বিকাশ কেন্দ্র, হলদীবাড়ি রেলগেট,পার্বতীপুর, দিনাজপুর বরাবর সরাসরি/ডাক/কুরিয়ারযোগে অথবা ইমেলে (gbkpbt.hra@gmail.com and cc to dd-hra@gbk-bd.org) আগামী ৩০/১১/২০২০ খ্রীঃ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। নির্বাচনী পরীক্ষার জন্য কোন টিএ /ডিএ প্রদান করা হবে না। নারী, আদিবাসি প্রান্তিক জনগোষ্টি প্রাথীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলসহ যে কোন সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষন করেন।